reporterঅনলাইন ডেস্ক
  ০২ এপ্রিল, ২০১৮

১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ শুল্ক বসাল চীন

চলতি বছরের শুরুতে বিদেশ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর বাড়তি শুল্ক বসিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ট্রাম্পের সেই পদক্ষেপের জবাবে ১২৮টি মার্কিন পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাল চীন।

হিমায়িত শুকরের মাংস, ওয়াইন, বিভিন্ন ফল ও বাদামসহ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা এসব পণ্যের ওপর শুল্কারোপ করেছে চীন। সোমবার থেকে কার্যকর হওয়া এই শুল্ক প্রায় ৩০০ কোটি ডলারের আমদানির ওপর প্রভাব ফেলবে।

বেইজিং জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন শুল্কারোপ করায় যে ক্ষতি হয়েছে, সে কারণে চীনের স্বার্থের সুরক্ষা ও ভারসাম্যের জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর আগে চীন জানিয়েছিল, তারা বাণিজ্য যুদ্ধ চায় না, কিন্তু তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে বসে থাকবে না।

অন্যদিকে ট্রাম্প এই বাণিজ্য যুদ্ধকে ভালো অভিহিত করে এতে যুক্তরাষ্ট্রের সহজ জয় হবে বলে দাবি করেছেন। সেইসঙ্গে ওয়াশিংটন থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষ ইতোমধ্যে আমদানি করা আরো হাজার হাজার কোটি ডলারের চীনা পণ্যের ওপর শুল্ক বসানোর পরিকল্পনা ঘোষণা করেছে। খবর রয়টার্স,বিবিসি

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাণিজ্য যুদ্ধ,চীন,চীন ও যুক্তরাষ্ট্র,২৫ শতাংশ শুল্ক বাড়ছে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist