reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০১৮

সিরিয়ায় অনবরত বিমান হামলায় নিহত ২২৯

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠের পূর্ব ঘৌতায় সরকারি বাহিনীর বিমান হামলায় গত চার দিনে অন্তত ২২৯ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় ৫৮ জন শিশু নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে ফের ব্যাপক সহিংসতা হয়। মার্কিন নেতৃত্বাধীন জোটের দাবি, এই সংঘর্ষে সরকারি বাহিনীর ১শ’ যোদ্ধা নিহত হয়েছেন। জোটের কুর্দি মিত্রদের ওপর হামলা প্রতিহত করতে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

এদিকে, মার্কিন নেতৃত্বাধীন জোটের এ হামলার কঠোর সমালোচনা করেছে রাশিয়া। জাতিসংঘের রাশিয়ান দূত ভসিলি নেবানজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠক এ হামলার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘আমরা এ যুদ্ধের অবসান চাই। আমরা তবে আমি নিশ্চিত নই যে, সন্ত্রাসীরা এই প্রস্তাবে একমত হবেন কি না’

সিরিয়ার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সিরীয় সরকারের হামলায় ২০১৫ সালের পর গত সপ্তাহেই সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুর সাক্ষী হলো পূর্ব ঘৌতা। ২০১৩ সালে এই অঞ্চলের দখল নেয় বিদ্রোহীরা। এর পর থেকেই এ অঞ্চলে বহু হতাহত হয়েছে। সূত্র : আলজাজিরা ও আল আরাবিয়্যা

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরিয়া,বিমান বাহিনী,হামলা,নিহত
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist