reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি, ২০১৮

পাকিস্তানে সেনাক্যাম্পে আত্মঘাতী হামলায় ১১ সেনা নিহত

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকার একটি সেনাক্যাম্পে আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন। জঙ্গিগোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স, এএফপি। গতকাল শনিবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকার সেনাক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা সেনাক্যাম্পের একটি মাঠে এ হামলা চালায়। নিহত সেনাদের মধ্যে একজন কর্মকর্তা আছেন বলেও জানানো হয়।

আফগানিস্তানের সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা বেশ কমে গিয়েছিল। নিরাপত্তা বাহিনীর জোরদার তৎপরতার জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়। গত বছরের ডিসেম্বরে সোয়াতের জাহানাবাদ এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী দুজন জঙ্গিকে হত্যা করে। ওই দুই জঙ্গি আফগানিস্তান থেকে পালিয়ে সোয়াতে এসেছিল।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিটিপি বা পাকিস্তান তালেবানের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বলেছেন, “খোদার ইচ্ছায় তেহরিক ই তালেবান প্রতিশোধমূলক হামলা চালানো শুরু করেছে। অপেক্ষা করো, আরো হামলা আসছে।”

পাকিস্তানের সামরিক বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার আগে সোয়াত উপত্যকাটি টিটিপির আংশিক নিয়ন্ত্রণে ছিল। ২০০৯ সালে তাদের এলাকা ছাড়া করে পাকিস্তান সেনাবাহিনী। তারপর থেকে ওই এলাকাটিতে হামলার ঘটনা অনেক কমে এসেছিল। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে সোয়াত জঙ্গিমুক্ত হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,আত্মঘাতী হামলা,সেনাক্যাম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist