reporterঅনলাইন ডেস্ক
  ১৭ জানুয়ারি, ২০১৮

রাখাইনে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত

মিয়ানমারের রাখাইন প্রদেশে এক বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের গুলিতে ৭ জন নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ।আহত হয়েছেন অন্তত ১২ জন।

প্রতিবেদনে বলা হয়, রাখাইনে মঙ্গলবার রাতে বৌদ্ধ আরাকানের রাজ্যের সমাপনী বার্ষিকীর এক উৎসবে জড়ো হয়েছিল স্থানীয়রা। উৎসব শেষে এটি সহিংস রুপ ধারণ করে। সরকারি ভবন ঘিরে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা।

বিক্ষোভ সম্পর্কে রাখাইন প্রদেশের মন্ত্রী তিন মং সোয়ে বলেন, কর্তৃপক্ষের কাছ থেকে কোনোরকম অনুমোদন না নিয়েই সবাই জড়ো হতে পারে। প্রায় ৪ হাজার মানুষ বার্ষিক এই উৎসব শেষে সরকারি ভবনে চলে আসে।

মন্ত্রীর দাবি , ‘প্রথমে পুলিশ রাবার বুলেট ব্যবহার করলেও কেউ যায়নি। অনেকে বন্দুক কেড়ে নেওয়ারও চেষ্টা করেছে। এরপর গুলি চালাতে বাধ্য হয়েছে তারা।’

গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাখাইন,মিয়ানমার,পুলিশের গুলি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist