কলকাতা প্রতিনিধি

  ১৫ আগস্ট, ২০১৯

চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা

প্রয়াত হলেন হিন্দি ছবির এক সময়ের বিখ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা। বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

ঠিক এক সপ্তাহ আগে ফুসফুস ও হৃৎপিণ্ডের বেশকিছু সমস্যার কারণে জুহুর এক হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যা সিনহাকে। চিকিতসা চললেও শেষরক্ষা আর হয়নি। ১৯৬৮ সালে ভেঙ্কটেশ্বরন আইয়ারের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বিদ্যা। বিয়ের পর এক কন্যা সন্তানকে দত্তক নেন তিনি।

১৯৯৬ সালে মৃত্যু হয় বিদ্যা সিনহার প্রথম স্বামীর। প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পর নেতাজি ভীমরাও নামে অন্য এক ব্যাক্তিকে বিয়ে করেন অভিনেত্রীবিদ্যা সিনহা। কিন্তু ২০০৯ সালে ভীমরাওয়ের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ দায়ের করেন তিনি।ফ লে দ্বিতীয় বিয়েও বেশিদিন স্থায়ী হয়নি।

রজনীগন্ধা থেকে ছোটি সি বাত , সিনেপ্রেমীরা দীর্ঘদিন মনে রাখবেন অভিনেত্রী বিদ্যা সিনহাকে।পতি -পত্নী অউর ওহ , মুক্তি , তুমহারে লিয়ে'র নায়িকা বিদ্যা সিনহাকে বেশ কিছু ছবিতে হিট জুটি হিসাবে দেখা গেছে অমল পালেকরের সঙ্গে।

অমিতাভ বচ্চন ,শশী কাপুর ,শত্রুঘ্ন সিনহা ,বিনোদ খানা , বিনোদ মেহরার নায়িকা হিসাবেও কাজ করেছেন বহু বিখ্যাত ছবিতে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিদ্যা সিনহা,কলকাতা অভিনেত্রী,হিন্দি সিনেমা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close