বিনোদন প্রতিবেদক

  ০১ নভেম্বর, ২০১৮

অভিষেকের অপেক্ষায় রোদেলা

‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নবাগত রোদেলা জান্নাতের। ছবিটিতে বিপরীতে পাচ্ছেন চিত্রনায়ক শাকিব খানকে। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছে গত ২৩ অক্টোবর থেকে। বিএফডিসিতে প্রথম লটের শুটিং শেষে দ্বিতীয় লটের কাজ চলছে পুবাইলে।

শাহেনশাহতে রোদেলা জান্নাতের চরিত্রের নাম প্রিয়া। একই এলাকায় দুটো নবাব পরিবারের বসবাস। একটা রোদেলা জান্নাতের, অন্যটি শাকিব খানের। অবশ্য নির্মাতা শামীম আহমেদ রনি জানালেন ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা।

ছবিটি নিয়ে তিনি বলেন, বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পর শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের শাহেনশাহ। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না। ছবিটি নিয়ে নবাগত নায়িকা রোদেলা জান্নাত বলেন, শাহেনশাহতে আমাকে দেখা যাবে অনেক ট্র্যাডিশনাল। লেহেঙ্গা, চুড়ি ও চুলে বেণি দেই।

শাকিব খানের সঙ্গে প্রথমবার আবার নিজের প্রথম ছবিতে এমন চরিত্র নিয়ে অভিষেক হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সত্যি এটা ভাগ্যের বিষয়। আমি মনে করি, ছবিটি মুক্তির মধ্য দিয়ে এটা হবে আমার জন্য রাজকীয় অভিষেক। তাই তো অপেক্ষা করছি। পাশাপাশি প্রতিদিনই প্রতিটি সময় শুটিংয়ে নিজেকে নতুনভাবে আবিষ্কারের চেষ্টা করছি।

শাকিব ভাই আগে নাচের ওপর জোর দিতে বলতেন। এখন ক্যামেরার সামনে একেবারে ন্যাচারাল অভিনয় করার পরামর্শ দেন। বলেছেন, যেমন তুমি তেমনটাই থাকার চেষ্টা করবে। ওভার অ্যাক্টটিং যেন না হয়।

প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা জানিয়ে রোদেলা বলেন, শাহেনশাহ ছবির ক্যামেরা চালু হয়েছে আমাকে দিয়ে। একেবারে প্রথম দৃশ্যেই আমার শুটিং ছিল। দেহরক্ষী গাড়িঘোড়া নিয়ে বাজারে যাই পাখি কিনতে। সেখানে হাজির হন শাকিব ভাইয়া (শাহেনশাহ)। এরপর অন্য রকম এক ব্যাপার। নায়িকা হিসেবে এটাই আমার জীবনে প্রথম ক্যামেরার সামানে দাঁড়ানো। পরিচালক, নায়ক, ক্যামেরাম্যান মোট কথা পুরো ইউনিট আমাকে অনেক বেশি সাপোর্ট করছে।

এদিকে ‘শাহেনশাহ’ ছবিটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়া। শাকিব খান, রোদেলা জান্নাত ছাড়াও অভিনয় করছেন নুসরাত ফারিয়া, মিশা সওদাগর লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রোদেলা,অভিষেক,শাহেনশাহ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close