বিনোদন প্রতিবেদক

  ২৬ মার্চ, ২০১৮

ছবিটির পেছনে গভীর বার্তা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী

একজনের প্রতিবাদ, দেশের প্রতিবাদ—প্রতিপাদ্যকে সামনে নিয়ে নির্মাণ হয়েছে চলচ্চিত্র মিস্টার বাংলাদেশ। ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল ঈমান। কাহিনি ও চিত্রনাট্য করেছেন খিজির হায়াত খান ও হাসনাত পিয়াস।

'মিস্টার বাংলাদেশে’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, খিজির হায়াত খান, লাক্স তারকা শানু, টাইগার রবি,শামীম হাসান সরকার, মেরিয়ান প্রমুখ। রোববার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান কালার ল্যাবে উন্মোচন করা হয় ছবির ট্রেলার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ট্রেলার দেখেই মনে হয়েছে ছবিটি অ্যাকশন ছবি, আর আমি অ্যাকশন ছবি খুব পছন্দ করি। আবার ছবিটির পেছনে গভীর একটি বার্তা রয়েছে। সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আমাদের দেশটি হলো মানবতার দেশ জঙ্গিবাদের দেশ নয়। আমি এই ছবিটির সাফল্য কামনা করি।

চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান জানান, দায়বদ্ধতার জায়গা থেকে জঙ্গিবাদবিরোধী এই ছবিটিতে কাজ করেছি। কারণ, হলি আর্টিজানের ঘটনায় আমি আমার কাছের একজন বন্ধুকে হারিয়েছি। তাই, ‘মিস্টার বাংলাদেশ’ জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।

এদিকে, গত বছরের শেষের দিকে ছবিটির শ্যুটিং শুরু হয়ে শেষ হয় ফেব্রুয়ারিতে। বর্তমানে ছবিটি রয়েছে সম্পাদনার টেবিলে।

পিডিএসও/নেহাল/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ট্রেলার,মিস্টার বাংলাদেশ,সংস্কৃতিমন্ত্রী,আসাদুজ্জামান নূর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist