রংপুর প্রতিনিধি

  ২৬ জুলাই, ২০১৭

বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালিত

বেসরকারি শিক্ষক কর্মচারীদের ৫% ইনক্রিমেট বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা প্রদান ও প্রস্তাবিত ১০% বেতন কর্তনের সিদ্ধান্ত বতিলের দাবিতে বুধবার রংপুর বিভাগীয় কমিশনার অফিসের সামনে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচীপালিত হয়েছে।

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বি.টি.এ) আয়োজিত অবস্থান কর্মসূচীতে বক্তারা অবিলম্বে দাবি সমূহ মেনে নেয়ার জন্য শিক্ষামন্ত্রীসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকষর্ণ করেন। সেই সাথে দাবি আদায়ের লক্ষে পূর্বঘোষিত আগামী ৩১ জুলাই সোমবার সারাদেশ ব্যাপি সকল বেসরকারি স্কুল কলেজে দিনব্যাপি কর্মবিরতি পালনের জন্য আহবান জানান । দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি পালনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহবান জানানো হয়।

বি.টি.এ ও বাকবিশিস যৌথভাবে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বি.টি.এ রংপুর জেলা সভাপতি মাসুম হাসান। বক্তব্য রাখেন বি.টি.এ জেলা সম্পাদক অধ্যক্ষ আতিয়ার রহমান প্রামানিক বাকবিশিস, রংপুর জেলা সভাপতি ও কেন্দ্রিয় সহ সম্পাদক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিঞা, সাধারণ সম্পাদক অধ্যাপক রওশানুল কাওছার সংগ্রাম, বাকবিশিস মহানগর সভাপতি অধ্যাপক নবীব হোসেন লাবলু, কেন্দ্রিয় বাকবিশিস সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন. শিক্ষক নেতা মেজবা উদ্দিন কয়েল, নাদির খান, শিক্ষক নেতা অধ্যাপক ময়েন উদ্দিন শাহ, মোঃ রফিকুজ্জামান উপাধাক্ষ্য সাইফুল ইসলাম, খন্দকার মতিয়ার রহমান. আব্দুর রশিদ, আবু আজাদ বাবলু, অধ্যাপক মামুনুর রশিদ. মোকছেদ আলী।

অবস্থান কর্মসূচিক পরিচালনা করেন অধ্যাক্ষ রেজাউল ইসলাম।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিভিন্ন দাবি,বেসরকারি,শিক্ষক,অবস্থান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist