reporterঅনলাইন ডেস্ক
  ১২ মার্চ, ২০১৯

ভিসির বাসভবনে ছাত্রলীগের অবস্থান

ডাকসু নির্বাচনের ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে পুনর্নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় ভোট বাতিল চেয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বিক্ষোভের সময় উপাচার্য তার বাসভবনেই ছিলেন।

এর আগে সোমবার রাতে ভিপি পদে বিজয়ী হিসেবে নুরুল হকের নাম ঘোষণার পর থেকে ক্ষোভে ফেটে পড়ে ছাত্রলীগ। রাতে ফল ঘোষণার সময় সিনেট ভবনের চারপাশে বিক্ষোভ করতে থাকেন তারা। কারচুপির অভিযোগ এনে ভিপি পদে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

নুরুল হক কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা হিসেবে পরিচিত। তিনি সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে নির্বাচন করেন। অন্যদিকে জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

ঘোষিত ফলাফল অনুসারে ২৫ হাজারের কিছু বেশি ভোট প্রয়োগ হয়েছে। যা মোট ভোটারের ৫৯ শতাংশ। ভিপি পদে নুরুল হক পান ১১ হাজার ৬২ ভোট। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৪৩ হাজার ২৫৫ জন।

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভিসির বাসভবন,ছাত্রলীগের অবস্থান,ডাকসু নির্বাচন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close