জবি প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০১৮

জবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত কনসার্ট পর্বে এবং গত ৫ নভেম্বর সন্ধ্যায় ক্যাম্পাসের মূল গেইটে রাব্বি মিয়া নামে একজন গাড়ি চালকের ওপর অতর্কিত হামলা করে গুরুতর জখম ও আহত করার ঘটনায় সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে সম্পৃক্ত থাকায় ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল-সাদিক (আইডি: ই ১৫০৪০৪০১১) ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম শান্ত (আইডি: ই ১৫০৬০১০৩৩) এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক (আইডি: ই১৬০৪০৫০৫৮)- তাদেরকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জবি,শিক্ষার্থী,বহিষ্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close