ইবি প্রতিনিধি

  ৩১ অক্টোবর, ২০১৮

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক অ্যান্ড রিসার্স মেথোডোলজি’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের লাইব্রেরিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জুলফিকার হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের জেষ্ঠ অধ্যাপক ড. নাসিম বানু।

লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তোজা আলী। তার গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল ‘এডমিনিস্ট্রেশন অব থার্ড সেক্টর অর্গানাইজেশনস্ এন্ড পোভার্টি রিডাকশন: এ কেইস স্টোরি অব মাইক্রোফিন্যান্স ডেলিভারি সিস্টেম ইন বাংলাদেশ’।

এছাড়া সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, অধ্যাপক ড. গিয়াস উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক ড. লুৎফর রহমান প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,পিএইচডি,সেমিনার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close