নোবিপ্রবি প্রতিনিধি

  ২৮ অক্টোবর, ২০১৮

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের মধ্যেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শেষ দিনের ‘ই’ ও ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রোববার সকাল থেকে সব ধরনের পরিবহন বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শিক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে।

একমাত্র কেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এবারের ‘ই’ ইউনিটের পরীক্ষায় ১৬৭ আসনের বিপরীতে ৩ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী আবেদন করে। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে ১৯ জন। আর ‘এফ’ ইউনিটের অধীন ৯০ আসনের বিপরীতে আবেদন করে মোট ৩ হাজার ৩১৬ জন পরীক্ষার্থী। এতে প্রতি আসনের জন্য লড়াই করে ৩৭ জন। উভয় ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর উপস্থিতি ছিলো শতকরা প্রায় ৭০ ভাগ।

নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জানান, ‘পরীক্ষার্থীদের কথা চিন্তা করে সকালের পরীক্ষা ৪০ মিনিট এবং বিকালের পরীক্ষা ১৫ মিনিট দেরি করে নেওয়া হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস এম নজরুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই সরেজমিনে উপস্থিত ছিলাম। কর্মবিরতির জন্য কোনও শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি, এমন কোনও তথ্য এখন পর্যন্ত আমাদের কানে আসেনি।’

প্রসঙ্গত, পরীক্ষার ফলাফল আগামী ৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোবিপ্রবি,ভর্তি পরীক্ষা,সম্পন্ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close