ইবি প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৮

ইবিতে নতুন ৫ সহকারী প্রক্টর নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঁচ সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী তাদেরকে এ পদে নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।

নিয়োগপ্রাপ্ত সহকারী প্রক্টররা হলেন- গনিত বিভাগের সহকারী অধ্যাপক ড. আনিছুর রহমান, আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর সাদাত, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক শাম্মী আক্তার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শাহেদ আহম্মেদ।

নতুন পাঁচ সহকারী প্রক্টর নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ জানান, ‘পাঁচ সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বুধবার বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্তরা আগামী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রক্টরিয়াল বডির কাজের গতিশীলতা আরো বাড়াতে নতুন পাঁচ জনকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। নতুন সদস্যরা তাদের মেধা ও কর্মদক্ষতা দিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করছি।’

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইবি,প্রক্টর,নিয়োগ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close