জাবি প্রতিনিধি

  ০৯ মে, ২০১৮

কোটা বিষয়ে প্রজ্ঞাপনের দাবিতে জাবিতে মানববন্ধন

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের ঘোষণা দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ‘আর নয় কালক্ষেপণ, দ্রুত চাই প্রজ্ঞাপন’ স্লোগানে বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পশ্চিম পাশের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জাবি শাখা সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শাকিল বলেন, কোটা বাতিলের গেজেট নিয়ে টালবাহানা চলছে। আমরা ৭ মে পর্যন্ত সময় দিয়েছিলাম। কিন্তু ৭ মে’র মধ্যে কোনো গেজেট প্রকাশিত হয়নি। এজন্য আমরা ছাত্রসমাজ দ্রুততম সময়ে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে মানবন্ধন শুরু করেছি। এ মানববন্ধন শুধু জাহাঙ্গীরনগরে নয়, একযোগে সারাদেশে চলছে। আর যতদিন পর্যন্ত কোটা বাতিলের প্রজ্ঞাপন না পাই ততদিন আমাদের আন্দোলন চলবে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা বাতিল,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist