reporterঅনলাইন ডেস্ক
  ০৯ এপ্রিল, ২০১৮

কোটা ব্যবস্থা সংস্কার করা উচিত : জাফর ইকবাল

বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘কোটা ব্যবস্থা মোটেই যুক্তিপূর্ণ না, কোনভাবেই না। পৃথিবীর অনেক দেশেই কোটা রয়েছে, কিন্তু সেটা যুক্তিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা অনেক বেশি হয়ে গেছে, যতটুকু শুনলাম মেধাবীর চেয়ে কোটার সংখ্যার বেশি।’

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধাদের আমরা এত ভালোবাসি, কিন্তু এখন বলার সুযোগ তৈরি হয়েছে যে, মুক্তিযোদ্ধাদের বাচ্চাকাচ্চাদের জন্যে মেধাবীরা চাকরির সুযোগ পাচ্ছেনা। কোটা যদি ভিজিবল একটা জায়গায় থাকতো, তবে এভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মানের সুযোগ তৈরি হতোনা।’

ড. জাফর ইকবাল আরো বলেন, ‘আমি কোনভাবেই কোটার পক্ষে না, একটা কোটা একবার ব্যবহার করা যায়, ৪/৫বার ব্যবহার কোনভাবেই ফেয়ার না। তিনি এ অবস্থার অবসান দাবি করেন। ছাত্রদের দাবিকে যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, তারা কোটার সংস্কার চাইছে, পৃথিবীর সব জায়গাতেই সংস্কার হয়। এখানেও হওয়া উচিত।’

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদের উপর এ হামলা বাড়াবাড়ি। এটা যেন বিস্ফোরণের পর্যায়ে না যায়। এ হামলার ঘটনায় আমি সত্যিই মর্মাহত। ছাত্রদের গায়ে হাত দেয়া, খুবই খারাপ।’

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ড. জাফর ইকবাল,কোটা সংস্কার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist