রাবি প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি, ২০১৮

শিক্ষকদের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীর স্বাক্ষর জালিয়াতি করে একই বিভাগের চার শিক্ষকদের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য ছাড়ানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দুই শিক্ষার্থী এ অভিযোগ করেন। অভিযোগকারী শিক্ষার্থীরা হলেন-ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মাস্টার্সের দ্বিতীয় সেমিস্টারের মো. শহিদুল ইসলাম এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. বছির উদ্দীন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘গত ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে আমরা জানতে পারি আমাদের স্বাক্ষরিত একটি চিঠি বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষদের কাছে প্রেরিত হয়েছে। পরবর্তীতে আমরা চিঠিটির একটি কপি সংগ্রহ করে দেখতে পাই চিঠিতে আমাদের জাল স্বাক্ষর ব্যবহার করে প্রেরিত করা হয়েছে।’ ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সোলাইমান চৌধুরী, অধ্যাপক ড. জিন্নাত আরা বেগম, অধ্যাপক ড. হাসনা হেনা ও অধ্যাপক ড. সাইফুল ইসলাম আমাদেরকে হুমকি ধামকি দিয়ে বিভাগের স্বার্থ বিরুদ্ধ নানা কাজে সংশ্লিষ্ট করেছেন এবং আমাদের একাডেমিক ভয়-ভীতিকে পুঁজি করে নানা ধরনের অনৈতিক কাজে লিপ্ত করেছেন।’

ওই দুই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘কিন্তু প্রকৃতপক্ষে চিঠিতে উল্লিখিত কার্যক্রমের সাথে আমরা কোনোভাবে সম্পৃক্ত নই। এ ধরনের কোনও প্রকার চিঠি আমি কোনও শিক্ষক মহোদয়ের কাছে প্রেরণ করি নাই। এছাড়া, বছির উদ্দীনের নামের স্থানে ‘বসির’ শব্দটি ব্যবহার করা হয়েছে এবং ওই উড়ো চিঠির খামে কোনও প্রেরকের ঠিকানা উল্লেখ করা ছিল না।’ চিঠিতে তাদের স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে বলে দাবি করেন তারা।

এদিকে, ওই চিঠির বিষয়ে ২ ফেব্রুয়ারি রাতে রাজশাহীর মতিহার থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি করেন ওই দুই শিক্ষার্থী।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাবি শিক্ষার্থী,স্বাক্ষর জালিয়াতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist