reporterঅনলাইন ডেস্ক
  ৩১ মে, ২০১৭

ভাস্কর্য শিল্পীর কাণ্ড

পাথরের ভেতরে ৭ দিন!

পাথরের ভেতরেই ৭ দিন কাটিয়ে দিয়েছেন ভাস্কর্য শিল্পী আব্রাহাম পয়েনচেভাল। তার লক্ষ্য ছিল ব্যতিক্রমী কিছু প্রদর্শন করার। এজন্য তিনি নিজেকে বন্দী করে ফেললেন একটি বড় পাথরখ-ের ভেতরে। আর সেই পাথরটি রাখা হলো প্যারিসের আর্ট গ্যালারিতে। জানা যায়, ফ্রান্সের প্যারিসে দীর্ঘদিন পাথর কুঁদে ভাস্কর্যটি নিজেই বানিয়েছিলেন আব্রাহাম। প্রায় ২২ টনের বিশাল এক পাথরখ-কে দু’ভাগ করেন তিনি। এরপর ভেতরে সাঁচ তৈরি করে সেখানে বসে পড়েন। তারপর দুই পাথরখ-কে আবার জুড়ে দেয়া হয়। এই অবস্থায় টানা ৭ দিন নিজেকে বন্দি রাখেন আব্রাহাম। অবশ্য বাতাস চলাচল এবং খাবার সরবরাহের জন্য পাথরটিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়। আব্রাহামের খাদ্য তালিকায় ছিল স্যুপ, শুকনো মাংস ও পানি। এছাড়া ভিডিও চ্যাটিংয়ের মাধ্যমে বাইরের দুনিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখেন তিনি। এর ৭ দিন পর আর্ট গ্যালারির কর্মীরা তাকে পাথর থেকে বের করে আনেন। আর বের হয়েই সবার উদ্দেশ্যে বিজয় চিহ্ন দেখান আব্রাহাম। ঘটনাটি কিছুদিন আগের হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি বেশ সাড়া ফেলেছে।

পিডিএসও/মুস্তাফিজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাথরের ভেতর,৭ দিন,ভাস্কর্য শিল্পী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist