পাঠান সোহাগ

  ১২ ফেব্রুয়ারি, ২০১৮

প্রাণের বইমেলা

বইপ্রেমীদের ভিড়, বিক্রি ভালো

চির চেনা রূপে ফিরেছে মেলা প্রাঙ্গণ। স্টলে স্টলে বইপ্রেমীদের ভিড়। মেলায় ফাগুনের হাওয়া বইছে। দলভেদে আসছে তরুণ-তরুণী। বই কিনছে, আড্ডা দিচ্ছে। বেচাবিক্রি ভালো। খুশি প্রকাশকরা। মেলায় যেন প্রাণ ফিরে পেয়েছে।

রোববার বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, বইপ্রেমীদের আনাগোনা ছুটির দিনের মতোই। লেখক, কবি, সাহিত্যিক, পাঠক, দর্শনার্থীরা মেলায় এসেছেন। পুরানা পল্টন থেকে এসেছেন শরিফ। তিনি বলেন, ‘আমি একটি প্রেসে কাজ করি। বই ছাপা থেকে মলাট লাগানো পর্যন্ত সব কাজই করতে হয়। তাই নিজেদের হাতে তৈরি বই বইমেলায় দেখে আনন্দ লাগছে। যাওয়ার সময় ছোট বোনের জন্য কিছু বই কিনব।’ গুলশানের রিয়াজ উদ্দিন বলেন, ‘ছোট ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। ছেলের জন্য তার পছন্দের বই কিনব।’

প্রকাশকরা জানায়, মেলায় বেচাকেনা বেশ ভালো হচ্ছে। নতুন লেখকদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে পুরনো লেখকদের উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, গল্প আর কবিতা। এছাড়া মুক্তিযুদ্ধের ওপর লেখা বইগুলো বেশি চলছে। তা¤্রলিপি প্রকাশনীর প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম বলেন, ‘আমাদের স্টলে বিক্রি বেড়েছে। আশা করছি সামনের দিনগুলোতে আরো বিক্রি বাড়বে। পাঠক, দর্শনার্থী ও বইপ্রেমী সংখ্যা মেলায় বাড়ছে।’

নজরুল ইনস্টিটিউটের স্টলের বিক্রয় কর্মী মো. রাসেল বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনপরিক্রমা নিয়ে ৮০ মিনিটের তথ্য চিত্র পাওয়া যাচ্ছে। নতুন প্রজন্মের কাজে তুলে ধরার জন্য আমাদের এ প্রয়াস। এই তথ্য চিত্রের মূল্য রাখা হচ্ছে ১০০ টাকা।

তিনি আরো বলেন, এবারে প্রকাশিত নজরুল ইনস্টিটিউট থেকে ছোটদের নজরুল জীবনী, মানিক মুহম্মদ রাজ্জাক সম্পাদিত নজরুল আবৃত্তির কবিতা, জাগো সুন্দর চির-কিশোর, পুতুলের বিয়ে, ঝিঙে ফুলসহ কবির উপন্যাস, কবিতা, নাটক, গল্পসহ নজরুলকে নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।

এবারের মেলায় ‘সোনালি ডানার চিল (কৈশোর)’ নামে একটি বই এসেছে। বইটির লেখক সুধাংশু শেখর বিশ্বাস। বইটি প্রচ্ছদ অংকন করেছেন শবু কুমার শীল। গতকাল রোববার মেলার ১১তম দিন। এদিনে মেলায় ১০২টি নতুন বই এসেছে।

আজকের আয়োজন : আজ সোমবার। অমর একুশে গ্রন্থমেলার ১২ তম দিন। মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শিক্ষা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন রাশেদা কে চৌধূরী, আতিউর রহমান এবং এবং এ এম মাসুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মনজুর আহমেদ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রাণের বইমেলা,অমর একুশে গ্রন্থমেলা,বাংলা একাডেমি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist