শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০২৪

শ্রীপুরের মাওনা চৌরাস্তা

অভিযানের ঘণ্টা পরেই হকারের দখলে ফুটপাত 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুরে হকারের দখলে মাওনা চৌরাস্তা ফুটপাত। ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দুপাশ দখল করে রেখেছে ভাসমান হকারেরা। এতে যানজটের পাশাপাশি পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। দেখে বোঝার উপায় নেই, মহাসড়কের ওই অংশের যানজট নিরশনে দুপাশের অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করতে একদিন আগেই উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। তবে ব্যবসায়ীরা বলেন, অভিযানের ঘণ্টাখানেকের মধ্যেই ফুটপাত ও রাস্তা ফের দখলে নেয় ভাসমান হকাররা।

গতকাল শনিবার দুপুরে মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুপাশে উচ্ছেদ অভিযান চালায় গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার সিমা রানী সরকার। গতকাল রবিবার ওই এলাকায় গিয়ে মহাসড়কের দুপাশ হকারের দখলে দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থায়ী মার্কেট ব্যবসায়ী বলেন, হাইওয়ে প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে। কিন্তু অভিযানের কিছুক্ষণ পর পরই ফের দখল হওয়া শুরু হয়ে গেছে। এতে জনসাধারণের ভোগান্তি থেকে যাবে বলে মনে করছেন তারা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, মহাসড়কের দুপাশে অবৈধভাবে রাস্তা ও ফুটপাত দখল করে ভাসমান দোকান কাঁচাবাজারসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়। পরে তাদের সরে যাওয়ার নির্দেশনা দিলেও তা মানেনি অবৈধ দখলদাররা। এ কারণে অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনা নির্মাণকারী ও ফুটপাত দখলদারদের সতর্কও করা হয়েছে। যানজট নিরসনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

গাজীপুর রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার সিমা রানী সরকার বলেন, ‘ফুটপাত ও রাস্তা দখল হওয়ার কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট লেগেই থাকে প্রতিনিয়ত। এছাড়া জনসাধারণের চলাচলে অসুবিধা দেখা দিয়েছে। এজন্য অবৈধ ফুটপাত উচ্ছেদ করে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ী ও ফুটপাত দখলদারদের সচেতন করা হয়েছে। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে। এরপরও কেউ পুনরায় দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার অভিযানে আইনশৃঙ্খলা সহায়তা করে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ, উপপরিদর্শক (এসআই) ইসহাক মিয়া, এসআই ইসমাইল হোসেন প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,দুপাশ দখল,ভাসমান হকার
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close