টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীতে ২ ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি টঙ্গীর সাবেক ২ ওয়ার্ড কাউন্সিলরকে গ্রেফতার করেছে র্যাব ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
অপরদিকে, একাধিক মামলার পলাতক আরেক সাবেক ওয়ার্ড কাউন্সিলর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার রাতে এসব ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিক (৬০) ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম (৫০)।
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সদস্য ও টঙ্গীর ৪৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু (৫৫)।
জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলমকে শনিবার সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানাধীন খরতৈল এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। অপর দিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আবু বকর সিদ্দিককে কক্সবাজার থেকে একই দিন সকালে গ্রেফতার করে র্যাব-১৫। তারা আসামিকে র্যাব-১ এর কাছে হস্তান্তর করেছে।
এদিকে সন্ধ্যায় ৪৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু পলাতক থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নুরুর গাড়ি চালক কামরুল হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি অসুস্থ হন। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।
গাজীপুর মেট্রোপলিটনের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার আলমগীর হোসেন জানায়, সাবেক কাউন্সিলর কাজী আবু বক্কর সিদ্দিক এর গ্রেপ্তার ও নুরুল ইসলাম নুরুর মৃত্যুর ঘটনায় আমি ইনফরমেশন পেয়েছি। অপর সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম কে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
তাদের বিরক্ত একাধিক মামলা ছিলো টঙ্গী পূর্ব, পশ্চিম থানা ও গাছা থানায়।