মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

জামালপুর

বজ্রপাত থেকে রক্ষা পেতে তালবীজ বপন 

প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে আজ শনিবার জামালপুরের মেলান্দহে তালবীজ বপন কার্যক্রম শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছবি : প্রতিদিনের সংবাদ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং বজ্রপাতের মত প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে জামালপুরের মেলান্দহে তালবীজ বপন কার্যক্রম শুরু করেছে "তালগাছ রোপন আন্দোলন" নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ শনিবার সংগঠনটির এমন কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করে তাল বীজ বপন কাজে যোগ দেন ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর।

তিনি সংগঠনের সদস্যদের সাথে হাতে হাত মিলিয়ে বেশকিছু তালবীজ বপন করেন।

এ সময় তালগাছ রোপন আন্দোলনের প্রধান সমন্বয়ক আবু হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

সংগঠনের অন্যদের মধ্যে ছিলেন জাকিরুল ইসলাম সাদ্দাম, শাকিল খান, মিজানুর রহমান, জিল্লুর রহমান রতন, হাসান মাহমুদ দুলাল, সাদ, পিয়াস, জুয়েলসহ অন্যান্য সদস্যরা।

মেলান্দহ উপজেলা সদরের চাকদহ চরপাড়া হতে ভালুকা রাস্তা, ভালুকা হতে তারাকান্দি, দাগি হতে টুপকার চর রাস্তা, জালালপুর হতে চর বসন্ত ও মেলান্দহের নলকুরি সহ বিভিন্ন রাস্তার দু 'ধারে দেড় মাসে প্রায় চার হাজার তাল বীজ বপন করেছে সংগঠনটি। পর্যায়ক্রমে তারা উপজেলার সবগুলি রাস্তায় তালবীজ বপন করবেন বলে জানান সংগঠনের সমন্বয়ক আবু হাসান মাহমুদ।

তিনি বলেন, জলবায়ুর পরিবর্তন ও অতিরিক্ত বৃক্ষ নিধনের কারণে দেশে ঘূর্ণিঝড় ও বজ্রপাত বাড়ছে। এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে বৃক্ষ নিধন নয়, রোপন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল গাছ রোপনের উপর গুরুত্বারোপ করে তাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

তালবীজ বপন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর বলেন, আমি আশা করি আজকের এই তালবীজ বপন অদূর ভবিষ্যতে সফলতা বয়ে আনবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, তাল বীজ বপনের পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনে এবং প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি হতে ফিরিয়ে উন্নয়ন ও সেবামূলক কাজে সম্পৃক্ত করে সুষ্ঠু-সুন্দর সমাজ বিনির্মানে ভূমিকা রাখবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তালগাছ রোপন আন্দোলন পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় সফলতা বয়ে আনবে বলেও তিনি জানান।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পরিবেশের ভারসাম্য রক্ষা,তালবীজ বপন,জামালপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close