গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
গোমস্তাপুরে পরিবেশ বান্ধব ইট ও ব্লক তৈরির কারখানার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হচ্ছে ইউনি ব্লক ও কংক্রিটের ইট। প্রক্রিয়াটি তৈরিতে নিয়ন্ত্রন করছে কম্পিউটার।
মেসার্স আতিয়া ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠান উপজেলায় উৎপাদন করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে রহনপুর-গোমস্তাপুর সড়কের মড়িচাডাঙ্গা শিমুলতলায় এই কারখানার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রহনপুর আতিয়া ট্রেডার্স স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার (এলজিইডি'র) নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আছহাবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী প্রকৌশলী শাওন ইসলাম, উপজেলা উপসহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ ও ফরিদ খাঁন, উপজেলা সার্ভেয়ার শফিকুল ইসলাম, প্রথম শ্রেণির ঠিকাদার আব্দুল মান্নানসহ অন্যরা।
উল্লেখ্য পরিবেশ বান্ধব ও নির্মাণে ব্যবহৃত কনক্রিট ব্রিকস, ইউনিপেভার কার্ভস্টোন হলোব্রক, পার্কিং টাইলস উৎপাদন করবে এই প্রতিষ্ঠানটি ।