সিংড়া (নাটোর) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৪

পূর্ব শত্রুতার জের

সিংড়ায় কীটনাশক স্প্রে করে ধান নষ্টের অভিযোগ

ছবি: প্রতিদিনের সংবাদ

নাটোরের সিংড়ায় মাঠে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ বিঘা জমির ধান নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতের দিকে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই কৃষক।

এ ঘটনায় শুক্রবার (২৯ মার্চ ) দুপুরে ভুক্তভোগী আব্দুল মান্নান বাদী হয়ে ৩ জনের নাম উলে¬খ করে সিংড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন, উপজেলার তেরবাড়িয়া গ্রামের আকরাম আলী বুড়া (৬০), মোসলেম উদ্দিন (৪৫) ও জবান আলী।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের কৃষক আব্দুল মান্নান চলতি ইরিবোরো মৌসুমে প্রায় ৭ বিঘা জমিতে মিনিকেট ধান চাষ করেন। কৃষক আব্দুল মান্নানের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা গত ২৮ মার্চ রাতে তার জমিতে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ধান সম্পূর্ণ নষ্ট করে ফেলে। তদন্ত সাপেক্ষে ক্ষতিপূরণসহ সঠিক বিচারের দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আকরাম আলী ওরফে বুড়া মোবাইল ফোনে জানান, অভিযোগ সত্য নয়। তাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষরা এই মিথ্যা অভিযোগ করেছে।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,সিংড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close