চট্টগ্রাম ব্যুরো

  ২৫ মার্চ, ২০২৪

চট্টগ্রামে ইয়াবা মামলায় ২ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাদক মামলায় দুজনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইক্যং মনির ঘোনা এলাকার মো. হোসেন (৩৩) ও একই এলাকার জহিরুল আলম (৩৮)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, ৭ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদক মামলায় আসামি হোসেন ও জহিরুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামিরা জামিনে গিয়ে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সেতুর পাশে পুলিশ বক্সের সামনে থেকে ২০১৫ সালের ১০ জানুয়ারি হোসেন ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তৎকালীন বাকলিয়া থানার। উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে একই বছরের ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close