reporterঅনলাইন ডেস্ক
  ২১ মার্চ, ২০২৪

সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো উত্তরব‌ঙ্গের রেল‌ যোগাযোগ

ছবি : সংগৃহীত

নাটোরে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান।

তিনি জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে রাত ৮টার সময় ট্রেনটি বন্ধ হয়ে যায়। যার কারণে এই রুটে চলাচলকারী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে এসে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়।

প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলেও জানান তিনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রেল‌ যোগাযোগ,উত্তরব‌ঙ্গ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close