বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ মার্চ, ২০২৪

বিরামপুর বাজারে উঠেছে তরমুজ, দাম বেশ চড়া

ছবি: প্রতিদিনের সংবাদ

শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এই মাস ঘিরে এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল তরমুজ। তবে এখনো পরিপূর্ণ মৌসুম শুরু না হওয়ায় বাজারে ওঠা তরমুজ অপরিপক্ব। কিন্তু দাম বেশ চড়া। মঙ্গলবার (১২ মার্চ) বিরামপুর নতুন বাজারে ছোট ফলের দোকান ও বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকে তরমুজ পিস হিসেবে কিনে বাজারে ৬০ টাকা কেজি দরে বিক্রি করছে। এতে তরমুজ বিক্রেতারা লাভবান হলেও ঠকছেন গ্রাহকরা।

পৌরশহরের মেহেদী হাসান নামে একজন বলেন, ‘ইচ্ছা ছিল একটি তরমুজ কিনব। রোজার সময় বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে ইফতারি করব। সেটা আর হলো না দামের কারণে।’

সাদিয়া নামের একজন বলেন, তিনি একটি তরমুজ কিনেছেন, কেজি দরে দাম পড়েছে ২০০ টাকা। এতো দামের কারণে তরমুজ মনে হয় সামনের দিনে আর কপালে জুটবে না। প্রতিটি জিনিসের মাঠপর্যায় থেকে সরাসরি পর্যন্ত সঠিক তদারকি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

নতুন বাজারের ফুটপাতের তরমুজ ব্যবসায়ী শুভ বলেন, ‘আমার মামা সৈয়দপুর থেকে চল্লিশ পিস তরমুজ পাইকারি কিনে এনেছে। এখন ৬০-৭০ টাকা কেজি ধরে বিক্রি করছি।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,বিরামপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close