সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২৪

সরাইলে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 

ছবি: প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অবৈধভাবে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণের লক্ষ্যে গতকাল বুধবার দুপুরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগিতায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ লাইন অপসারণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানার নেতৃত্বে অভিযান চালানো হয়।

উপজেলার সদর ইউনিয়নের হালুয়াপাড়া এবং দক্ষিণ আড়িফাইল গ্রামের প্রায় ৫৯টি পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া, গৃহস্থালি সংযোগ থেকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে গ্যাস ব্যবহারের জন্য একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ১ হাজার ৫৫০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রাহ্মণবাড়িয়া,সরাইল,গ্যাস,লাইন,বিচ্ছিন্ন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close