reporterঅনলাইন ডেস্ক
  ০৬ মার্চ, ২০২৪

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ছবি : সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর পূর্ব মহাসড়কের কা‌লিহাতী উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কি‌লো‌মিটার এলাকায় জু‌ড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ভূঞাপুর লিংক রোডে পরিবহনের চাপ বে‌ড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হ‌য়। মহাসড়কের কোথাও আবার পরিবহন চলাচলে ধীরগতিও র‌যে‌ছে। ফ‌লে চরম বিপা‌কে প‌ড়ে‌ছে যাত্রী ও কাঁচামাল পরিবহনের চালকরা।

বুধবার (৬ মার্চ) ভোর রাত থে‌কে এ যানজটের সৃষ্টি হ‌য়।

সরেজমিনে দেখা গেছে, এ মহাসড়কের এলেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার দুই লে‌নেই প‌রিবহ‌নের ব্যাপক চাপ থাকলেও এলেঙ্গা হ‌তে ঢাকাগামী লে‌নে তেমন চাপ নেই। এদিকে যানজটের দরুন উত্তরব‌ঙ্গ ও ঢাকাগামী প‌রিবহনগু‌লো এলেঙ্গা হ‌তে ভুঞাপুর-তারাকা‌ন্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার ক‌রে চলাচল কর‌ছে। এছাড়া ভোররা‌তে অন্যান্য দিনের মত প‌রিবহনের চাপ থাকায় এই যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মা‌ঝেম‌ধ্যে ভোর থেকেই এই সড়‌কে যানজটের সৃ‌ষ্টি হয়, ফলে চরম দুর্ভোগে পড়তে হয় বলে জানান চালকরা।

মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, এলেঙ্গা হ‌তে সেতুপূর্ব পর্যন্ত দুই লে‌নে সড়‌কে প‌রিবহ‌নের ধীরগ‌তি হ‌লেই ট্রাকচালকরা ঘু‌মি‌য়ে যায়। ‌ফলে যানজটের সৃ‌ষ্টি হ‌য়েছে। এটি নিরস‌নে হাইও‌য়ে পু‌লি‌শের পা‌শাপা‌শি জেলা পু‌লি‌শের সদস্যরা কাজ কর‌ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বঙ্গবন্ধু সেতু,ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক,রসুলপুর,যানজট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close