শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ০২ মার্চ, ২০২৪

‘শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে’

ছবি: প্রতিদিনের সংবাদ

গাজীপুরের শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হলরুমে এ সভা হয়।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসী। এ সময় প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের শয্যাসংখা বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান হবে বলে জানান তিনি।

সভায় আরো বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম প্রধান, পৌর মেয়র আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর রহমত আলী মুক্তিযোদ্ধা কলেজের সাবেক ভিপি আহসানউল্লাহ, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান প্রমুখ।

পরে গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসী হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ ছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,শ্রীপুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close