উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় শৈলাগাড়ী ঘাটে নির্মাণ হচ্ছে সেতু 

উল্লাপাড়ার শৈলাগাড়ী ঘাটে চলছে সেতুর কাজ।ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শৈলাগাড়ী ঘাটে কচুয়া (বিলসূর্য) নদীর ওপর এলজিইডি থেকে ৫০ মিটার একটি সেতু নির্মাণ হচ্ছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের শৈলাগাড়ী ঘাটে এলজিইডির বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ উন্নয়ন প্রকল্পে সেতুটির নির্মাণ ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানা গেছে।

সরেজমিন জানা যায়, এরই মধ্যে সেতুটির নির্মাণ কাজের লে আউট দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ লে আউট দেওয়ার সময় উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী আহারাম আলী, সহকারী প্রকৌশলী সৌরভ কুমার সাহা পাইলিংয়ের কাজ পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন উপসহকারী প্রকৌশলী সাজেদুর রহমান।

এর আগে ২০২১ সালের ১ জুলাই প্রতিদিনের সংবাদে ‘সাঁকো আর নৌকায় নদী পারাপার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। শৈলাগাড়ী ঘাটে এ সেতুটি হলে ইউনিয়নসহ আরো কয়েকটি সড়ক পথে যোগাযোগ সহজ ও দ্রুত হবে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close