উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৪

উল্লাপাড়ায় একই মাঠ থেকে পাঁচটি সেচ মেশিন চুরি

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই আবাদি জমি থেকে পাঁচটি সেচ মেশিন (বৈদ্যুতিক ট্রান্সফরমার) চুরি হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের সদাই গ্রামে পাঁচজন কৃষকের পাঁচটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।

চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর মালিক কৃষকরা হলেন- সদাই গ্রামের লাল মিয়া প্রামাণিক , আল আমিন আকন্দ, জাহিদুল সরকার, নজরুল ইসলাম ও জহুরুল ইসলাম।

কৃষক মতিন আকন্দসহ আরো কয়েকজন জানান, ট্রান্সফরমারগুলো রাতের কোনো এক সময় চুরি হয়েছে। আবাদি প্রায় ১০০ বিঘা জমি সেচ মেশিন পাঁচটির আওতায়। কয়েকদিন পরেই বোরো ধানের আবাদে জমিতে পানি সেচ দেওয়া লাগবে। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে ( পবিস) চুরির বিষয়টি জানানো হয়েছে বলে জানান তারা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) রবিউল ইসলাম বলেন, চুরির বিষয়টি জেনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের টহল বাড়ানো, চোর সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close