প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৯ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

যুব উন্নয়ন প্রশিক্ষণ

রংপুর ব্যুরো

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়ুগ্যাস প্রযুক্তি বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে আদম বাজারে পীরগাছা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ উদ্বোধন হয়। উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন পীরগাছা যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ কায়সার আলী। এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা রাহে নুর হাসান সরকারসহ অন্যরা।

গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাজাসহ রানী বেগম(৩৬) নামের নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাগেরহাট শহরতলীর দড়াটানা সেতুর দক্ষিন পাশের বেড়িবাঁধ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বাগেরহাট সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

অভিজ্ঞতা বিনিময় সভা

সিংড়া প্রতিনিধি

নাটোরের সিংড়ায় দিনব্যাপী তামাক বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় সিংড়া পৌরসভা সম্মেলন কক্ষে এইড ফাউন্ডেশন ও মেয়র এলাইন্স ফর হেলদি সিটির উদ্যোগে বৃহত্তর রাজশাহী বিভাগের নাটোর জেলার ৭টি পৌরসভার মেয়র, পৌর নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর ও সংবাদকর্মীদের নিয়ে এ কার্যক্রম হয়। সভায় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে তামাক বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন ঢাকার ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরসহ অন্যরা।

মুক্তমঞ্চ উদ্বোধন

নাগেশ্বরী প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আধুনিক মুক্তমঞ্চের উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্বোধন হয়। মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জণ ডা. মনজুর-ই-মুর্শেদ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকুসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহাসমাবেশ

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারে কমলগঞ্জে বাংলাদেশ ভূঁইয়া সম্প্রদায় উন্নয়ন পরিষদের আয়োজনে ১১৮টি চা বাগানের প্রতিনিধিদের অংশগ্রহণে এক মহাসমাবেশ হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার আলীনগর চা বাগানে এ সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সমাবেশে ভূঁইয়া সম্প্রদায়কে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গেজেটে অন্তর্ভূক্তির জন্য জোর দাবি জানানো হয়। পরিষদের সভাপতি অনিরুদ ভূঁইয়ার সভাপতিত্ব করেন ও চা ছাত্র-যুব পরিষদ নেতা সজল কৈরীর সঞ্চালনা করেন।

খাদ্যসামগ্রী বিতরণ

বীরগঞ্জ প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আলোচনা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকালের দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামে গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠে গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে এ সভা ও বিতরণ হয়। বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার সৃজল তিগ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ সুমন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ এর সিডিপি প্রশাসনিক কর্মকর্তা আশিকুর রহমানসহ অন্যরা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close