নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২১ জানুয়ারি, ২০২৪

ময়মনসিংহের নান্দাইলে 

বই পায়নি ৩৩ মাদরাসা, পিডিএফ প্রিন্ট করে পাঠদান

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জানুয়ারির ২১ দিন পেরিয়ে গেলেও রবিবার (২১ জানুয়ারি) বিকেল পর্যন্ত ৩৩টি মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। এ ছাড়া এসব মাদরাসার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতেও রয়েছে বইয়ের স্বল্পতা।

বই না পাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকরা। এসব মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থীরা কবে নাগাদ বই পাবে, তা জানেন না কর্তৃপক্ষও।

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩৩টি মাদরাসা রয়েছে। এসব মাদরাসার ষষ্ঠ শ্রেণির দুই হাজার ৫৫০ জন, সপ্তম শ্রেণির দুই হাজার ৪৫০ জন, অষ্টম শ্রেণির দুই হাজার ৬৫০ জন এবং নবম শ্রেণির দুই হাজার ৫৫০ জন শিক্ষার্থীর বইয়ের চাহিদা দেওয়া হয়েছিল। জানুয়ারির ২১ দিন পেরিয়ে গেলেও রবিবার বিকেল পর্যন্ত এসব মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। নবম শ্রেণিতে প্রতি সেটে বইয়ের সংখ্যা ১১টি। অষ্টম শ্রেণির প্রতি সেটের ১৪টির মধ্যে শিক্ষার্থীরা বই পেয়েছে ৯টি, সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই এখনো পায়নি শিক্ষার্থীরা।


  • কবে নাগাদ বই পাবে, তা জানা নেই কর্মকর্তাদের।
  • এখনো কোনো বই না পাওয়ায় পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়ানো হচ্ছে।
  • অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা শিক্ষা কর্মকর্তার।

উপজেলার ঘোষপালা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আবুল হাসান মো. এনামুল হক বলেন, ‘আমাদের মাদরাসার নবম শ্রেণির ১০০ জন শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত নবম শ্রেণির শিক্ষার্থীরা কোনো বই পায়নি। কবে তারা বই পাবে তা-ও বলা যাচ্ছে না।’

উপজেলার আচারগাঁও ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দুল হাই বলেন, ‘এখনো কোনো বই না পাওয়ায় পিডিএফ ফাইল ডাউনলোড করে তাদের পড়ানো হচ্ছে। বলাও যাচ্ছে না, কবে তারা নতুন বই পাবে।’

রাজাপুর বালিকা দাখিল মাদরাসার সুপার মিনহাজ উদ্দিন বলেন, ‘আমাদের মাদরাসায় নবম শ্রেণিতে ২২ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিদিনই তারা মাদরাসায় আসছে। কিন্তু বই না পাওয়ায় খালি হাতে ফিরে যাচ্ছে তারা।’

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাখখারুল ইসলাম বলেন, ‘সব শ্রেণির চাহিদা মতো বই দেওয়া হয়েছে। তবে দুই-একটি শ্রেণির বইয়ের স্বল্পতা থাকলেও সেগুলো দ্রুতই পাওয়া যাবে। তবে নবম শ্রেণির বই কবে নাগাদ পাওয়া যাবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

ময়মনসিংহ জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন এ বিষয়ে বলেন, ‘এটা তো আমার বিষয় না। মাদরাসা শিক্ষা বোর্ড থেকে বই উপজেলাগুলোতে পৌঁছে যায়। ওই উপজেলা থেকে এখনো আমাকে কেউ বিষয়টি জানাননি। এখন খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,নান্দাইল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close