সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২৪

সিংগাইরে বেড়েছে চুরি-ডাকাতি

ছবি : প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জের সিংগাইরে হঠাৎ বেড়েছে চুরি-ডাকাতি। উপজেলার বাস্তা-মানিকনগর সড়কের হাতনি চকে গাছ ফেলে ৪ দিনের ব্যবধানে দুইটি ডাকাতির ঘটনায় ওই সড়কের চলাচলকারীদের মধ্যে আতংক বিরাজ করছে। এছাড়া প্রায় প্রতি রাতেই এলাকার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।

জানা গেছে, গত ১৭ জানুয়ারি রাত ২ টার দিকে হাতনি ব্রিজের উত্তর পাশে রাস্তায় ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল গাছ ফেলে গরু বোঝাই ট্রাক আটকে এলোপাথারি কুপিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। এ সময় চান্দহর এলাকার গরু ব্যবসায়ী জালাল বেপারীর কাছ থেকে ৮ হাজার টাকা, জলিল বেপারীর কাছ থেকে ২ হাজার ৬০০ টাকা ও মানিকনগরের কহিনুর বেপারীর কাছ থেকে ১৫০০ টাকা ও ১টি এনড্রয়েড মোবাইল ফোন লুটে নেয়। ডাকাতদলের দা’এর কুপে আহত হন কহিনুর। এর আগে একই স্থানে ১৩ জানুয়ারি রাত পৌনে ৩ টার দিকে ডাকাতের কবলে পড়েন বাহরাইন প্রবাসী রামকান্তপুর গ্রামের সায়েদুল ইসলাম। মুখোশধারী ১০-১২ জনের ডাকাতদল তার কাছ থেকে সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার ও ৩৬০ দিনার ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী সায়েদুল থানায় অভিযোগ করেছেন বলে জানান।

গত ১১ জানুয়ারি সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামে স্কুল শিক্ষক আবু বকরের বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ সাড় ১০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। গত ২৫ ডিসেম্বর ভোর রাতে উপজেলার ধল্লা বাজারে শওকত স্যানিটারি দোকানের চালের টিন খুলে ভিতরে ঢুকে নগদ ২ লাখ টাকা, ২ টি সিসি ক্যামেরাসহ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।

এদিকে, ৩১ ডিসেম্বর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার মিস্ত্রিপাড়া এলাকায় অশোক কুমার বসু ও হারুর অর-রশিদের (হারু) বাড়িতে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে রুপার অলংকার এবং নগদ টাকা লুটে নেয়। এছাড়া প্রায় প্রতি রাতেই উপজেলার বিভিন্ন স্থানে টিউবওয়েলের মাথা, মটর, ব্যাটারী চালিত অটো-হ্যালোবাইক ও গরু চুরির ঘটনা ঘটছে। চুরি-ডাকাতি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. জিয়ারুল ইসলাম বলেন, যেখানেই ঘটনা ঘটছে সেখানেই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিংগাইর,চুরি,ডাকাতি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close