সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে শীতে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম

ছবি: প্রতীকী

সিরাজগঞ্জে শীতে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতির হার অনেকটাই কমেছে বলে জানা গেছে। এ ব্যাপারে হিলফুল ফুজুল মডার্ন উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আবিদ, সাগর, তিথি জানায়, শীতে ঘর থেকে বের হওয়া যায় না। তাই স্কুলে না গিয়ে ঘরে বসেই পড়াশোনা করছেন তারা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল ইসলাম রইসী সত্যতা স্বীকার করে বলেন, শীতের কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি প্রায় ৬০ শতাংশ নেমে এসেছে। স্কুল ড্রেসে শীত নিবারণে শিক্ষার্থীদের হিমশিম খেতে হয়।

জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) এস এম আব্দুর রহমান বলেন, শীতের কারণে স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় কম। বছরের শুরুতে সাধারণত স্কুলে উপস্থিত কম থাকে। এবার শীতের তীব্রতার বেশি থাকায় উপস্থিতির হার আরো কমে গেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, স্কুলগুলোতে শীতের কারণে শিক্ষার্থীদের উপস্থিতির আগের চেয়ে অনেক কম। এজন্য শীতকালীন খেলাকে দায়ী করেন তিনি।

পিডিএস/জেডক

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,স্কুল,শিক্ষার্থী,উপস্থিতি,কম
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close