reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জুন, ২০২৩

এক কলাগাছে ১৬ মোচা

ছবি : সংগৃহীত

নাটোরে একটি কলাগাছে ১৬টি মোচা এসেছে। এ বিরল দৃশ্য দেখতে ভিড় করছেন আশপাশের মানুষ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাগাছটি লালপুর উপজেলার নাওদাঁড়া গ্রামের মওলা বক্সের। তিনি বলেন, কয়েক দিন আগে আমার বাড়ির পেছনে একটি গাছে ১৫টি মোচা দেখা যায়। পরে আরো একটি মোচা আসে। এমন ঘটনা আগে দেখিনি। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর বহু মানুষ প্রতিদিন কলাগাছটি দেখতে আসছেন।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, কলাগাছে ১৬টি মোচা বের হওয়ার ঘটনায় আমরা বিস্মিত। সবখানে এ নিয়ে গুঞ্জন চলছে। সত্যিই অবাক করার মতো, না দেখলে বিশ্বাস করা যাবে না। গাছটি এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে লোকজন ছুটে আসছেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। এখানে সম্ভবত অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত মোচা বের হয়েছে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোচা,কলাগাছ,নাটোর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close