হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ০২ জুন, ২০২৩

হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ছবি : প্রতিদিনের সংবাদ।

কিশোরগঞ্জের হোসেনপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হাদি মিয়া নামে এক বৈদ্যুতিক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার কোর্ট মসজিদ এলাকায় কাজ করার সময় এ দুঘর্টনা ঘটে। নিহত হাদি মিয়া জেলার পাগলা থানার চর শাখঁচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে।

জানা যায়, কোর্ট মসজিদের পাশে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদি মিয়া নামের ওই লাইনম্যান বেল্ট বাঁধা অবস্থায় খুঁটিতে আটকে যায়। এরপর সেখানেই পুড়তে থাকে তার শরীর। স্থানীয়রা দেখে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিহত হাদি মিয়ার এলাকার লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেস্টা করে। পরে হোসেনপুর থানা পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/এএমকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মৃত্যু,লাইনম্যান,বিদ্যুৎস্পৃষ্ট,হোসেনপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close