নাটোর প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০২৩

লালপুরে সার-বীজ পেলেন কৃষক

নাটোরের লালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মর্চি) লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এগুলো বিতরণ করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ সময় চার হাজার ১০০ জন কৃষকের মাঝে এক কেজি করে পাটবীজ ও এক হাজার ৩০০ জনের মাঝে পাঁচ কেজি করে আউশ ধানের বীজ এবং প্রতি জনকে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। পরে মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের আওতায় আটজনকে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া টিআর, কাবিখার আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ৫৫টি প্রকল্পে ৪৩ লাখ ১৯ হাজার ৩৩৩ টাকার চেক বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা। এতে উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিক, দুড়দুড়িয়া ইউনয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কমর্কতা শাহিনা সুলতানা প্রমুখ।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কৃষক,লালপুর,সার-বীজ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close