মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ মার্চ, ২০২৩
মানিকগঞ্জে কাজীর ছয় মাসের জেল

ছবি: প্রতিদিনের সংবাদ
মানিকগঞ্জ সদর উপজেলায় মো. মামুনুর রশিদ (৩৬) নামের এক কাজী (বিবাহ রেজিস্ট্রার) ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজোয়ানা কবির এ কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডিত মো. মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহির-চর এলাকার বাসিন্দা।
র্যাব-৪ এর লেফটেন্যান্ট কোম্পানি কমান্ড মোহাম্মদ আরিফ হোসেন জানান, শহরের সিটি ড্রিম হোটেলে অভিযান চালিয়ে বাল্যবিবাহের প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। মো. মামুনুর রশিদ তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।পরে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন