ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
ইসলামপুরে জমি দখলের অপপ্রচারের প্রতিবাদ

জামালপুরের ইসলামপুরে অবৈধভাবে জমি দখলের অপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামী যুবলীগের ত্রাণবিষয়ক সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহন মিয়া।
বুধবার (২২ মার্চ) দুপুরে ইসলামপুর প্রেস ক্লাব মিলানায়তনে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভুক্তভোগী কাউন্সিলর মোহন মিয়া।
তিনি তার বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলে অপপ্রচার করছে। আমি কাউকে মারধর ও জমি দখল করিনি। আমি আমার ক্রয় করা জমি চিহ্নিত করায় একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করছে। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সরেজমিনে তদন্ত করে নিরপেক্ষ একটি প্রতিবেদন করার জন্য অনুরোধ করেন।
সংবাদ সম্মেলনে পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন লেবু, কাউন্সিলর খাজা আবদুল্লাহ, সফিক মিয়া ও অন্যরা উপস্থিত ছিলেন।