ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২৩

ডিমলায় ভিক্ষুকদের কর্মসংস্থান 

ছবি : প্রতিদিনের সংবাদ

নীলফামারীর ডিমলায় ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান কর্মসূচির ভিক্ষুকদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (২১ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগীদের এ উপকরণ তুলে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।

‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে বরাদ্দ করা ভিক্ষুকদের মধ্যে ৯ জনকে বকনা গরু, ২ জনকে দোকান ও ১ জনকে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী দেওয়া হয়েছে। ৭টি ইউনিয়নের হতদরিদ্র ১২ জন ভিক্ষুক এ সুবিধা পান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, উপজেলা যুব উন্নয়ন অফিসার খন্দকার এনামুল কবীর, ডিমলা কুষ্ঠ ও সাধারণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ডিমলা,ভিক্ষুক,কর্মসংস্থান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close