
মুন্সীগঞ্জে অটোরিকশা চালক হত্যায় গ্রেপ্তার ২

মুন্সীগঞ্জে আল-আমিন (২৫) নামে এক অটোরিকশ চালককে ছুরিকাঘাতে হত্যায় পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানায় পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বুধবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউপির আজিমপুর এলাকায় আল-আমিনের অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে নাঈম উদ্দিন ও হানিফ। এ সময় তাদের বাধা দেন আল-আমিন। পরে তারা চাকু দিয়ে আল-আমিনকে আঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতেই আল-আমিন মারা যান। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আল-আমিন নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার আবু তালেবের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন বলেন, আসামিরা মুক্তারপুর সেতু থেকে আল-আমিনের অটোরিকশায় উঠেন। রাতে দিঘিরপাড় বাজার এলাকা থেকে ফেরার পথে আসামিরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে এবং চালককে ছুরিকাঘাত করে। ঘটনাস্থল থেকে অটোরিকশা ও তথ্য প্রযুক্তির সহায়তায় নিহতের মোবাইল উদ্ধার করা হয়। সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে সাত ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকা থেকে নাঈম উদ্দিন ও হানিফকে গ্রেপ্তার করা হয়েছে।
পিডিএস/মীর