মুহাম্মদ মুছা মিয়া, মাধবদী (নরসিংদী)
০৭ ফেব্রুয়ারি, ২০২৩
মাধবদীতে পিঠা উৎসব

ছবি : প্রতিদিনের সংবাদ
নরসিংদীর মাধবদীতে এনডিডি সেন্টারের উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মাধবদীর টাটাপাড়ায় অবস্থিত একমাত্র প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠান এনডিডি সেন্টারে এ পিঠা উৎসব পালিত হয়।
পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। বিশেষ অতিথি ছিলেন হক ট্রেডার্সের মালিক এ বি এম ফজলুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন টাটাপাড়া গ্রামের নুরে আলম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া, অত্র স্কুলের শিক্ষক হাজেরা আক্তার, রুমি আক্তারসহ অন্যরা। পিঠা উৎসবে স্কুলের শিক্ষক, অভিভাবক ও সব শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন