বরিশাল প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৩

আগৈলঝাড়ায় অভিমানে প্রাণ দিল কিশোরী

ফাইল ছবি

বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ড্রেস কেনার জন্য ইরি ধানের বীজ তুলে জমানো টাকা মা-বাবা খরচ করে ফেলায় অভিমানে আত্মহত্যা করেছে পায়েল চৌধুরী (১২) নামে এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই কিশোরী নিজ ঘরে আত্মহত্যা করে বলে জানিয়েছে পুলিশ। পায়েল আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের মিশ্রিপাড়ার বিমল চৌধুরীর মেয়ে।

আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন স্কুলছাত্রীর বাবার বরাতে বলেন, পায়েলের বাবা ভ্যান চালক। দরিদ্রতার কারণে কন্যাকে স্কুল ড্রেস কিনে দিতে পারেননি। তাই গ্রামে ইরি ধানের বীজ তুলে দিয়ে ড্রেস কেনার টাকা জমিয়েছিলো পায়েল। সেই টাকা দিয়ে ড্রেস কিনবে সে। কিন্তু ওই টাকা নিয়ে মা-বাবা বাজার করে খরচ করে ফেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে সে। তখন বাবা-মা তাকে একটু বকা দেয়। তাতে রাগে-ক্ষোভে ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে পায়েল।

এসআই আরও জানান, কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিডিএস/এইচএস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আগৈলঝাড়া,বরিশাল
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close