নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৩

জমি দখলে নিতে মা-ছেলেকে মারধর

প্রতীকী ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি দখল নিতে মা-ছেলেকে মারধর করে স্বর্ণালংকার লুট করে নেওয়ার যাওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

সোমবার (২২ জানুয়ারি) নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম উপজেলার সীমান্তবর্তী ডাকাতি নদীর পাড় ঘেঁষা শুভপুর ইউনিয়েনের দক্ষিণ হাজারীপাড়া গ্রামের জসিম মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, দক্ষিণ হাজারী পাড়া গ্রামের দুবাই প্রবাসী ইসমাইল হোসেনের ছয় শতক ফসলি জমি পৈত্রিক সূত্রে শত বছর ধরে দখল করে আসছেন তারা। কাউকে কিছু না বলে ওই জমি জোরপূর্বক দখল করতে যান একই গ্রামের আনোয়ার হোসেন, জসীম, শিহাব, জহিরুল হকসহ ১০-১২ জন। তারা জমিতে গিয়ে আইল তুলতে শুরু করলে ইসমাইল হোসেনের স্ত্রী নাজমা বেগম ও তার ছেলে নাজমুল হাসান বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় গলায় ও হাতের পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

তবে আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তাদের কাছে জমি পায়। ওই জমির মাপ দিতে গেলে তারা আমাদের মারধরের চেষ্টা করে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জমি দখল,মা-ছেলেকে মারধর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close