উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধি

  ০১ ডিসেম্বর, ২০২২

উল্লাপাড়ায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে ব্যবসায় লাইসেন্স না থাকা ও অনুমোদন ছাড়াই আমদানী করা বিভিন্ন পশুর মাংস ফ্রিজে মজুত রেখে বিক্রি করার দায়ে ব্যবসায়ী মোঃ আলমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং পশু জবাই ও মাংস সংরক্ষণ আইনে এক লাখ পচিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া এলাকায় মোঃ আলম নিজ বাড়িতে বড় ধরণের বারো থেকে তেরটি ডিপ ফ্রিজে আমদানী ও বিক্রি নিষিদ্ধ বিভিন্ন পশু মাংস মজুত রেখে পাইকারী বিক্রি করতেন। বেলা সাড়ে এগারোটায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে মালিক ব্যবসায়ী মোঃ আলমকে অর্থ জরিমানা করেন। এছাড়া তার কাছ থেকে এর ব্যবসা আর করবে না বলে মুচলেকা নেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,উল্লাপাড়া,লাইসেন্স,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close