দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিাধি

  ৩০ নভেম্বর, ২০২২

আ.লীগ নেতার ওপর হাতবোমা হামলা

প্রতীকী ছবি

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিনসহ তিনজনের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বোমা নিক্ষেপের অভিযোগে মফিজুর রহমান নামে বিএনপির এক নেতাকে আটক করেছে শিবালয় থানা পুলিশ।

সোমবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন জানান, রাত সাড়ে ১০টার দিকে আরিচা থেকে দলীয় কাজ শেষে আমিসহ দুজন মোটরসাইকেলে বাড়িতে যাওয়ার সময় বোয়ালী কবরস্থান এলাকায় বিএনপি নেতা ও অর্থ যোগানদাতা মফিজুর রহমানসহ কয়েকজন বিএনপির নেতাকর্মী অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে। অল্পের জন্য আমরা প্রাণে রক্ষা পাই। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপ্রিয় শিবালয়বাসীর মধ্যে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।

শিবালয় থানার ওসি মো. শাহনুর এ আলম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে উথুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত বিএনপি নেতা মফিজুর রহমানকে (৫৫) আটক করা হয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হামলা,দৌলতপুর,হাতবোমা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close