বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

বড়াইগ্রামে ভেজাল খেজুরের গুড় জব্দ মালিককে জরিমানা

ছবি : প্রতিদিনের সংবাদ

নাটোরের বড়াইগ্রামে চিনি ও কেমিক্যাল দিয়ে তৈরি ২৭০০ কেজি ভেজাল খেজুরের গুড় জব্দ করেছে র‌্যাব। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জোয়াড়ি ইউনিয়নের আটঘরিয়া ও ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।

নাটোর ক্যাম্প, র‌্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিনি, চুন, ফেব্রিক রং, ফিটকিরি ও সোডাসহ কেমিক্যাল দিয়ে তৈরি নকল ১৮০০ কেজি খেজুরের পাঠালী গুড় ও ৯০০ কেজি তরল গুড় জব্দ করা হয়। পরে নাটোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর নকল গুড় তৈরি ও মজুদ করার দায়ে ছলিমউদ্দিন প্রামানিক (৪৫), আব্দুল মান্নান (৪৫) ও আতিয়ার রহমানকে ৬২ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত গুড় ও অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,ভেজাল,গুড়,বড়াইগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close