বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৯ নভেম্বর, ২০২২

বাঁশখালীতে ছড়া কেটে বালু উত্তোলন

ডেম্পার ট্রাক ও স্কেভেটর জব্দ আড়াই লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিন চাম্বল ও নাপোড়া সীমান্ত ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটায় একটি স্কেভেটর ও ৩টি ডেম্পার ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, চাম্বল ৫নং ওয়ার্ডের ছড়া থেকে অবৈধভাবে মাটিকাটার সময় একটি স্ক্যাভেটর ও তিনটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এই সময় মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে মাটিকাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। আটককৃত স্ক্যাভেটর ও ড্রাম ট্রাক স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুরুল হোসেনের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

পিডিএস/মীর

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বালু উত্তোলন,বাঁশখালী,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close