ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

  ২৫ সেপ্টেম্বর, ২০২২

ভাঙ্গায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধে পুলিশের অভিযান

ছবি : প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে থ্রি হুইলার বন্ধ করতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত চলে এই অভিযান। এ সময় ১৫টি ইজিবাইক ও সিএনজি আটক করে প্রশিকিউশন দাখিল করা হয়।

প্রসঙ্গত মহাসড়কে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো থ্রি হুইলার। তাই মহাসড়কের সরকার তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে। সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক সোহানুর রহমান বলেন, ‘দুর্ঘটনা শূন্য মহাসড়ক উপহার দেওয়ার লক্ষ্যে আমারা নিয়মিত অভিযান পরিচালনা করছি। আজ ১৫টি ইজিবাইক ও সিএনজি আটক করে প্রশিকিউশন দাখিল করা হয়।’

তিনি আরও বলেন, ‘মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে থ্রী হুইলার গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।’

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভাঙ্গা,মহাসড়ক,থ্রি হুইলার,পুলিশের অভিযান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close